ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের কৃতি সন্তান সেনা সদস্য মিজানুর রহমান মিজান জাতীয় তীরন্দাজ (আর্চারী) প্রতিযোগিতায় দেশ-বিদেশে ব্যাপক সাফল্য অর্জণ করেছেন। মিজান জাতীয় দলের খেলোয়াড় হিসেবে অষ্টম গ্রামীন ফোন জাতীয় তীরন্দাজ প্রতিযোগিতায় দ্বৈতভাবে দুইটি ব্রোঞ্জ লাভ করেন। এর আগে মিজান কুমিল্লা আন্তইউনিট প্রতিযোগিতায় দুইটি স্বর্ণসহ শ্রেষ্ঠ খেলোয়াড় ও ঢাকায় প্রথম কিউট ক্লাব কাপে যৌথভাবে ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান চ্যাম্পিয়ন শীপে দেশের খেলোয়াড় হিসেবে তিনি অংশ গ্রহণ করেন। মিজানুর রহমান মিজান ১৯৯১ সালের ১০ জুলাই রাজাপুর সদরের বাজার রোডে জন্মগ্রহণ করেন। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও রাজাপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পিরোজপুর থেকে ¯œœাতক ডিগ্রি লাভ করেন। তিনি রাজাপুরের ব্যবসায়ী আব্দুল হক আবু ফরাজীর ছেলে।