চুয়াডাঙ্গা প্রতিনিধঃ
‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী
প্রজন্মের সুরক্ষা ’শ্লোগানকে সামনে রেখে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব জনসংখা দিবস
২০১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও
আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে
৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য
র্যালি বের হয়ে দামুড়হুদার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ
হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা পঃপঃ কর্মকর্তা আঃ হান্নানের
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান
মওঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,দামুড়হুদা উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার
শাহা,উপজেলা আঃ লীগের সভাপতি
সিরাজুল আলম ঝন্টু,দশনা সূর্যের হাসি
ক্লিনিকের ডাঃমমিনুল ইসলাম,মেরিষ্টপের
ডাঃ রওশন আল মামুন,দামুড়হুদা সদর ইউনিয়ন
আঃ লীগের সভাপতি শহিদুল ইসলামও
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর
রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,
উপজেলা পঃ পঃ কর্মকর্তা আঃ হান্নান।
অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখা উপর সুন্দর সুষ্ট
ভাবে কাজ করার জন্য পরিবার পরিকল্পনা
পরিদর্শক (সার্বিক) আতিকুর রহমান,পরিবার
পরিকল্পনা পরিকল্পনা সহকারী হাসিনা
খাতুন,পরিবার কল্যান পরিদর্শীকা বাসিরন
নেছা,পরিবার কল্যান সহকারী সালিমা
খাতুন ও পরিবার কল্যান সহকারী আলেয়া
খাতুন কে পুরস্কৃত করা হয়