শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে সেবায়েত ও শিয়া মতবাদের চিকিৎসক হত্যায় দুই শিবির নেতার আদালতে স্বীকারোক্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ২৫১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধা-মদন- গোপাল মঠের

সেবায়েত শ্যামল নন্দ দাস ও কালীগঞ্জের শিয়া নেতা ডা: আব্দুর রাজ্জাক হত্যার

দায় স্বীকার করে রোববার বিকেলে পৃথক পৃথক আদালতে ১৬৪ ধারায়

জবানবন্দি দিয়েছেন দুই শিবির নেতা।

এরা হলেন জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের মো: আমিনুল ইসলামের

ছেলে ঝিনাইদহ সদর উপজেলা দক্ষিন শাখার শিবিরের সাবেক সভাপতি শাহিন

আলম শাহিন ও সদর উপজেলার মজারাজপুর ইউনিয়নরে হরিপুর গ্রামের

মুহাম্মদ আলীর ছেলে সবুজ খান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ

সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন এসপি মো: আলতাফ হোসেন। তিনি

জানিয়েছেন আদালতে আসামীরা হত্যার দায় স্বীকার করেছে এবং

সহযোগিদের নাম প্রকাশ করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:

আজবাহার আলী শেখ, সার্কেল এএসপি গোপিনাথ কানজি লাল, কালীগঞ্জের

ওসি আমিনুল ইসলামসহ পদস্থরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সরকারকে বেকায়দায় ফেলতে এ হত্যার

ঘটনা ঘটিয়েছে শিবির। তেমনটিই জবান বন্দিতে ইসলামী ছাত্র শিবিরের

কেন্দ্রীয় নির্দেশে এ দুইটি হত্যার ঘটনা ঘটনানো হয়েছে বলে

জানিয়েছে শাহিন আলম শাহিন ও সবুজ খান।

তারা বলেছেন গত ১৪ মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার শহরের নিমতলা বাস

স্ট্যান্ডের কাছে হোমিও ডাক্তার এলাকার শিয়া নেতা হাফেজ আব্দুর রাজ্জাককে

খুন করে। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা শিবিরের ৮জন অংশ নেয়। সে আদালতে

এ খুনে সাথে জড়িত আরো ৭ জনের নাম প্রকাশ করেছে । তার দেয়া

জবানবন্দি রেকর্ড করেন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের

জেষ্ঠ্য বিচারিক হাকিম মো: আলমগীর কবীর।

সংবাদ সম্মেলনে আরো জানান অপর চাঞ্চল্যকর ঘটনা জুলাই মাসের পহেলা

তারিখে ঘটে। এদিন সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধা-মদন-

গোপাল মঠের সেবায়েত শ্যামা নন্দ দাসরক খুন করা হয়। এ ঘটনায় শিবির

নেতা মো: আমিনুল ইসলাম এ হত্যার দায় স্বীকার করে আদালতে বলেছেন, গত

৩০ জুন দিবাগত ভোর রাতে কেন্দ্রীয় নির্দেশে শ্যামানন্দ দাসকে খুন করা

হয় । এ খুনের ঘটনায় তার সঙ্গে অংশ নেয় আরো ৬ জন । তাদের নামও সে

আদালতে বলেছেন।

ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর

তার দেয়া জবান বন্দি লিপি বদ্ধ করেন বলে জানানো হয় । জবান বন্দিতে সে

উল্লেখ করেছে কিভাবে খুনের ঘটনা ঘটিয়েছে তারা । আদালতে দেয়া জবান

বন্দিতে সে খুনের বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান

এসপি । শনিবার ১৬ জুলাই রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা শেখপাড়ার

একটি মসজিদ থেকে শাহিনকে ও কালীগঞ্জ উপজেলা শহরের ৩ নং ওয়ার্ডের

সেক্রেটারিকে সবুজ খানকে ধরা একই দিন বিকেল ৩ টার দিকে ।

এমন তথ্য দিয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশের এই কর্মকর্তা

আরো জানিয়েছেন তাদের রোববার বিকেল ৪টার দিকে সংশ্লিষ্ট আদালতে

হাজির করা হয় এবং সন্ধ্যা ৬টার দিকে জবান বন্দি প্রদান করা শেষ করা হয় ।

প্রসঙ্গত: গত ৭ জুন নিহত সদর উপজেলার কোরতিপাড়ার পুরোহিত আনন্দ

গোপাল হ্ধসঢ়;ত্যার দায় স্বীকার করে গত ২১ জুন আদালতে ১৬৪ ধারায় জবান

বন্দি প্রদান করে অপর শিবির নেতা এনামুল স্বীকার । এই নিয়ে চাঞ্চল্যকর তিন

হত্যা মামলার মোটিভ ও ক্লু উদ্ধার করলো পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451