ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
গুলশানের হলি আর্টিজান রেস্তরায় জঙ্গি হামলায় দেশী ও বিদেশী নিহত
নাগরিকদের স্মরণে শোকসভা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার
জেলা বিএনপির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. এস.এম মূসিউর এর
সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ
সদস্য মসিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল
আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.
আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ
সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
শোকসভায় মসিউর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র না থাকার কারনে
জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই জঙ্গিদের দমনে এবং গণতন্ত্রকে
ফিরিয়ে আনতে দেশবাসীকে জেগে উঠতে হবে। আলোচনা শেষে জঙ্গি
হামলায় নিতদের স্মরণে দোয়া করা হয়।