অনলাইন রিপোর্টঃ ফের বিশ্ব জয় করবে পাট। কাড়বে বিশ্ববাসীর মন। চালু হবে থেমে যাওয়া পাটকল। দেশ হবে আরো সবল। এমন ভাবনা নিয়ে করা হলো প্রথম পাট দিবস পালন। চলছে পাট মেলাও। ঢাকা শহরকে পাটের শহরেও রূপ দেয়া হয় কয়েকদিন ধরে। পাট থেকে সেনেটারি ন্যাপকিন, ঢেউটিন-সবকিছু আবিষ্কার হয়েছে এ দেশে। তৈরি হচ্ছে ডেনিম কাপড়ও, যা দিয়ে তৈরি করা যাবে প্যান্ট।বিশেষজ্ঞরা বলছেন, পাটজাত পণ্য গবেষণার ফলে নিত্যদিন নানা চমক আসছে।
ফের বিশ্ব জয় করবে পাট। কাড়বে বিশ্ববাসীর মন। চালু হবে থেমে যাওয়া পাটকল। দেশ হবে আরো সবল। এমন ভাবনা নিয়ে করা হলো প্রথম পাট দিবস পালন। চলছে পাট মেলাও। ঢাকা শহরকে পাটের শহরেও রূপ দেয়া হয় কয়েকদিন ধরে। পাট থেকে সেনেটারি ন্যাপকিন, ঢেউটিন-সবকিছু আবিষ্কার হয়েছে এ দেশে। তৈরি হচ্ছে ডেনিম কাপড়ও, যা দিয়ে তৈরি করা যাবে প্যান্ট।বিশেষজ্ঞরা বলছেন, পাটজাত পণ্য গবেষণার ফলে নিত্যদিন নানা চমক আসছে।