মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান,
বুধবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য
কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প পরিদর্শন করেন উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বরাদ্দকৃত (৩,৬২,০০০)টাকা ব্যয়ে ওয়ালিয়া
মদ্যপাড়া আজবের বাড়ী হতে আমিরুলের বাড়ী পর্যন্ত এবং দিয়ারপাড়া ফাকুর
বাড়ী হতে হুজুক আলীর বাড়ী পর্যন্ত রাস্ত পুন:নির্মান প্র্রকল্পে(৬৩,০০)
ফনপুট প্রাক্কল মাটির কাজের চেয়ারম্যান ইউপি সদস্য বাবুল আক্তার ও
বরাদ্ধকৃত (৪,৮২,০০০) টাকা ব্যয়ে দিলালপুর মনিরের জমির নিকট থেকে
জাবেরের জমি পর্যন্ত ও ফুলবাড়ী কছিমের বাড়ী হতে ডাঃ আনছার এর বাড়ী
পর্যন্ত (৮৪,০০) ঘনফুট প্রাক্কলিত মাটির কাজের প্রকল্প কমিটির চেয়ারম্যান
ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।এসময় ছিলেন ওয়ালিয়া ইউপির
চেয়ারম্যান আনিছুর রহমান (মাষ্ঠার) সহ ইউপির সদস্যও সদেস্যা বৃন্দ উপস্থত
ছিলেন।