অনলাইন ডেস্কঃ
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সমগ্র জাতি। এজন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পুলিশ, র্যাব, ডিবির সঙ্গে রয়েছে সাদা পোশাকের পুলিশ।শহিদ মিনারে ফুল দিতে আসা প্রতিটি নাগরিককে তল্লাশি করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির সূর্য সন্তানদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে যাবার জন্য রুট-ম্যাপ করেছে একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি। নিরাপত্তার জন্য পুলিশ, র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। শাহবাগ, মৎস্যভবন, নীলক্ষেত, দোয়েলচত্বর, পলাশীসহ সব এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পাশ ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।