স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি বাসায় প্রকাশ্য দিবালকে
দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা স্বর্ণলোংকারসহ
প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী সলেমানপুর
গ্রামের মোহাম্মদ আলী ড্রাইভারের স্ত্রী বিলকিস আক্তার জানান,
শুক্রবার সকাল ১০টার দিকে বাসার দরোজা ও সদর গেটে তালা লাগিয়ে তিনি
ছেলেকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। আধা ঘণ্টা পর তিনি
বাসা যেয়ে দেখতে পান বাসার দরোজার তালা ভাঙ্গা ঘরের মধ্যে খাটের বিছান
উলটপালট করা আলমারী ও শোকেজের তালা ভেঙ্গে ড্ধসঢ়;্রায়ার গুলি বাইরে বের করে
রাখা হয়েছে।
বিলকিস আক্তার আরো জানান, চোরেরা প্রাচীরের উপর দিয়ে বাড়ীর মধ্যে
প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ২ ভরি ওজনের হাতের বালা ও গলার চেইনসহ নগদ ৪৫
হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন,
আমি বুঝতে পেরেছি কারা এ চুরির ঘটনাটা ঘটিয়েছে। যে কারণে
বিলকিস আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায়
অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানা ইনচার্জ (ওসি) আহমেদ কবির বলেন, আমি
অভিযোগটি পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে। সাথে সাথে
আসামী গ্রেফতারে পুলিশও অভিযানে নেমেছে।