শনিবার, ১৮ মে ২০২৪, ০২:১০ অপরাহ্ন

রোহিঙ্গাদের আশ্রয় দিন, প্রধানমন্ত্রীকে এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি,

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে দলের এক যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির সমালোচনা করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এরশাদ।

সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসছে রোহিঙ্গারা। এ ছাড়া বেশ কিছু রোহিঙ্গা এরই মধ্যে সেনাদের গুলিতে মারা গেছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451