মাদারীপুরের কালকিনি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদের পানিতে পড়েছে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আট যাত্রী।
আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে কালকিনি উপজেলার ডাসারের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রী হলেন বরগুনা জেলার ফুলঝরি গ্রামের স্কুলশিক্ষক কামাল হোসেন (৩৫) ও একই গ্রামের জাফর ইকবাল (৩২)। আজ সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে এ দুজনের লাশ উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস পান্তাপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার ডান পাশের একটি গভীর খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথম দিকে স্থানীয়রা ২০ জনকে জীবিত উদ্ধার করেন।
ওসি আরো জানান, নিখোঁজ যাত্রীদের সন্ধানে বরিশাল থেকে ডুবুরি দল গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। পরে হাইওয়ে পুলিশের র্যাকার এসে বাসটি উদ্ধার করে পাড়ে তোলা হয়। তবে এর ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আহতদের চিকিৎসার জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।