বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারায়নগঞ্জের রূপগঞ্জে কাদির বাহিনীর সদস্যরা দুই দফা তিতাস গ্যাস অফিসে হামলার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০১৬
  • ২৯১ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে দাবিক…ত চাঁদার টাকা না

পেয়ে ̄’ানীয় কাদির বাহিনীর সদ্যসরা দুই দফা তিতাস গ্যাস অফিসে হামলা

চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ব্যাবস্তাপকের সহকারীকে

পিটিয়ে আহত করে। এছাড়া ব ̈ব ̄’াপকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন ধরনের

প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পর থেকেই তিতাস গ ̈াস অফিসের

কর্মকর্তা­কর্মচারীদের মাঝে চরম আত১⁄৪ বিরাজ করছে। গতকাল বুধবার বেলা ১১টার

দিকে উপজেলার যাত্রামুড়া এলাকার তিতাস গ ̈াস অফিসে ঘটে এ ঘটনা।

তিতাস গ ̈াস অফিস সুত্রে জানা গেছে, ̄’ানীয় চাঁদাবাজ আব্দুল কাদিরসহ

কাদির বাহিনীর সদস ̈রা রূপগঞ্জসহ আশ্লপাশের উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ

গ ̈াস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা বানিজে ̈ করেছে। এছাড়া তিতাস গ ̈াস

অফিসের বিভিন্ন কর্মকর্তা­কর্মচারীদের হুমকি­ধামকি দিয়ে চাঁদা আদায় করে

আসছে। গ ̈াস অফিসের ব ̈ব ̄’াপক আব্দুল মমিন তালুকদারের সহকারী ফরিদ মিয়ার

কাছে দীর্ঘ দিন ধরে মাসিক হিসেবে চাঁদা দাবি করে আসছে কাদির মিয়া।

এছাড়া বিভিন্ন শিল্প­কারখানার মুল নথি গ ̈াস অফিস থেকে উধাও করারও চেষ্টা

চালিয়েছে কাদির বাহিনীর প্রধান কাদির। কাদির বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করার

সাহসটুকুও পায়না। প্রথম দফায় গত ম১⁄২লবার সকালে কাদিরসহ এ বাহিনীর সদস ̈রা

যাত্রামুড়া এলাকার তিতাস গ ̈াস অফিসে হামলা চালায়। এক পর্যায়ে ব ̈ব ̄’াপকের

সহকারীর কক্ষে প্রবেশ করে সহকারী ফরিদ মিয়াকে পিটিয়ে আহত করে। এসময়

পুরো তিতাস অফিসজুরে আত১ে⁄৪র সৃষ্টি হয়। দ্বিতীয় দফায় গতকাল বুধবার বেলা

১১টার দিকে ফের ব ̈ব ̄’াপকের কক্ষে হামলা চালায়। এসময় ব ̈ব ̄’াপক আব্দুল মমিন

তালুকদারকে গালমন্দ ও হুমকি­ধামকি প্রদান করে। প্রতিবাদ করায় ফের ব ̈ব ̄’াপকের

সহকারীকে পিটিয়ে আহত করা হয়। পরে হিলটন নামে এক সহকারী প্রকৌশলীকেও

পিটিয়ে আহত করা হয়। দুই দফা হামলা ও আহতের ঘটনার পর থেকে যাত্রামুড়া

তিতাস গ ̈াস অফিসের কর্মকর্তা­কর্মচারীদের মাঝে চরম আত১⁄৪ বিরাজ করছে।

অনেক কর্মকর্তা­কর্মচারী কাদির বাহিনীর ভয়ে তিতাস অফিসে আসেনি। খবর

পেয়ে থানা পুলিশ ঘটনা ̄’লে পৌছুলে কাদিরসহ এ বাহিনীর সদস ̈রা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, কাদির বাহিনীর সদস ̈দের বাড়ি তারাব, হাটিপাড়া ও চনপাড়া

বি ̄Í এলাকায়। এরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, অ ̄¿বাজীসহ বিভিন্ন

সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এদের কাছে জিম্মি হয়ে পড়েছে সরকারী­

বেসরকারী অফিসের কর্মকর্তা­কর্মচারীসহ ̄’ানীয় ব ̈বসায়ীরা। দধুত কাদিরসহ

এ কাদির বাহিনীর সদস ̈দের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,

তিতাস অফিসে হামলার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনা ̄’লে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়া চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই। অভিযু৩দের গ্রেফতারের চেষ্টা

চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451