মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের শহরগুলো। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এই ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লি কেঁপে ওঠে। এ সময় দিল্লির পার্শ্ববর্তী শহর গুরগাঁও ও গাজিয়াবাদেও কম্পন অনুভূত হয়। কম্পনটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।
ভূমিকম্পে দিল্লি ও আশপাশের শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লি-হরিয়ানার সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।