রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

গুড়িগুড়ি বৃষ্টি আমন ধান ও বীজতলার ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে
গুড়িগুড়ি বৃষ্টি আমন ধান ও বীজতলার ব্যাপক ক্ষতি

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সারাদেশে কখনো গুঁড়ি গুঁড়ী কখন
ও আবার মূষলধারে বৃষ্টি হচ্ছে যার ফলে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি
হচ্ছে। সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন
এলাকায় আমন ধান মাড়াইয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান কাটার এই ভরা
মৌসমে কৃষকরা ধান কেটে ক্ষেতে বিছিয়ে রাখে শোকানোর জন্য।
দিনের পর দিন কাটা ধান পরে থাকে ক্ষেতে। কৃষকের কাছে এ সময়ের
পরিবেশটা থাকে আনন্দময়,নতুন ধানের গন্ধে মন ভরে যায় তাদের।অসময়ে
বৃষ্টিপাত যেন কৃষকের মাথায় ব্রজপাত। নিন্মচাপের প্রভাবে গুড়িগুড়ি
বৃষ্টির কারনে শুকনা ধান খর(গো-খাদ্য) ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষক
এতে ব্যাপক ক্ষতি সম্মূখীণ হচ্ছে। বৈলাজান গ্রামের কৃষক মোহাম্মদ
আলী মন্ডল বলেন, ৫ একর জমিতে আমস ধান করেছি বেশীর ভাগ জমির ধান
কেটে বাড়ীতে তুলেছি অল্প কিছুর জমির ধান তুলতে পারি নাই। এছাড়া
শুকনো খড়গুলি ভিজে নষ্ট হচ্ছে।
আনু হাদি গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, আমার বীজতলা তৈরী করেও
ধান (বীজ) ফালাতে পারছি না। বীজ ধান গুলি নষ্ট হয়ে হচ্ছে। বেশী দিন ঘরে
রাখলে অংকুর নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন
আক্তার বানু বলেন, নিন্মচাপের ফলে বোরো ধানের বীজতলা এবং যে সমস্ত
আমন ধান কেটে ক্ষেতে রেখে দিয়েছে সেইগুলির কিছুটা ক্ষতি হতে পারে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনকে আগেই বলে দিয়েছি যার যার ব্লকের
কৃষককে যেন বলে দেন তাড়াতাড়ি ধান ক্ষেতথেকে বাড়ীতে আনার জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451