সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

তালা হাসপাতালে জনবল সংকট চরমে : চিকিৎসা সেবায় ৬ জন ডাক্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

সেলিম হায়দার তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরা তালার প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য

উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কাগজ-কলমে ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র

৬ জন। ফলে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে

বাধ্য হচ্ছে। এছাড়াও হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদে জনবল শুন্য থাকায়

প্রতিনিয়ত বিঘœ সৃষ্টি হচ্ছে।

হাসপাতাল সুত্রে জানাযায়, তালা উপজেলা সদরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট

হাসপাতালে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা মারাত্বক বিঘিœত

সৃষ্টি হচ্ছে। হাসপাতালে সরকারি ভাবে কাগজ-কলমে ৩৪ জন ডাক্তারের পদ

থাকলেও আছে ৯ জন, তার মধ্যে আবার ২ জন ডেপুটেশনে এবং ১ জন

প্রশিক্ষণে-এ থাকায় বর্তমানে ৬ জন ডাক্তার কোন রকম টেনে হিঁচড়ে

চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। এদিকে ডাক্তার সংকটের ফলে অধিকাংশ

রোগীকে খুলনা মেডিকেল অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়।

তালা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী নিতে প্রায় ৫০

কিঃমিঃ এবং সাতক্ষীরা সদর হাসপাতাল টি প্রায় ৩০ কিঃমিঃ পথ পাড়ি

দিতে হয়। একদিকে অতিরিক্ত ব্যয়ভার বহন করা অন্যদিকে রাস্তা-ঘাটে দুরাবস্থা

ও সময় ক্ষেপনের কারণে রোগীর অবস্থা আরও অবনতি হয়ে অনেক সময় মৃত্যুর

কোলে ঢলে পড়ছে রোগীরা। হাসপাতালে বর্তমানে কোন অভিজ্ঞ ডাক্তার নেই,

নেই কোন সার্জন, এ্যানেসথেসিয়া, গাইনী , চক্ষু, কনসালটেন্ট ও

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। কিছু দিন আগে প্রশাসনিক কর্মকর্তার

পদটিও খালি থাকায় রোগীদের ভোগান্তী আরও চরমে উঠে যায়।

হাসপাতালটিতে ৩৪ টি পদের মধ্যে পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কুদরত-ই-

খূদা সদ্য যোগদান করেছেন। বর্তমানে তালা হাসপাতালে ডাক্তারের শুণ্য পদ

রয়েছে, জুনিঃ কনঃ (চর্ম ও যৌন), জুনিঃ কনঃ (সার্জারী), জুনিঃ কনঃ

(শিশু),জুনিঃ কনঃ (কার্ডিও), জুনিঃ কনঃ (চক্ষু), জুনিঃ কনঃ

(এ্যানেসথেসিয়া), জুনিঃ কনঃ (ইএনটি), জুনিঃ কনঃ (মেডিসিন),

জুনিঃ কনঃ (গাইনী), এমও/হোমিও/ ইউনানী/ আয়ুর্বেদী ডাক্তার, সহকারী

সার্জন (উপজেলায়), প্যাথোলজিষ্ট, এ্যনেসথেটিষ্ট (নবসৃষ্ট) ও ডেন্টাল

সার্জন’র ১টি করে পদ থাকলেও তা শুন্য রয়েছে। মেডিকেল অফিসার পদে ৫

জনের মধ্যে ৩ জন শুন্য। সহকারী সার্জন (ইউনিয়ন) পদে ১০ জনের মধ্যে ৯ জন

শুন্য রয়েছে।

এছাড়া সিনিয়র ষ্টাফ নার্স পদে ২০ জনের মধ্যে ৫ জন শুন্য। মিটওয়াইফ’র

পদে ৪ জনের মধ্যে ২ জন শুন্য, চিকিৎসা সহকারী পদে ১৪ জনের মধ্যে ৩ জন

শুন্য। স্বাস্থ্য সহকারী পদে ৫০ জনের মধ্যে ১৭ জন শুন্য, মেডিকেল টেকঃ (ল্যাব)

পদে ৩ জনের মধ্যে ২ জন শুন্য, ফার্মাসিষ্ট পদে ৪ জনের মধ্যে ২ জন শুন্য, ওয়ার্ড

বয় পদটি একেবারেই শুন্য, বাবুচ্চি পদে ২ জনের মধ্যে ১ জন শুন্য, সুইপার পদে

৫ জনের মধ্যে ৩ জন শুন্য, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক পদে ৩ জনের মধ্যে ১

জন শুন্য।

পরিসংখ্যনবিদ, ষ্টোর কিপার, মেডিকেল টেকঃ(রেডিও), মেডিকেল টেকঃ

(ফিজিও), সহকারী নার্স, টিকিট ক্লার্ক (আউট সোসিং), ইমাজেন্সি

এ্যাটেনডেন্ট, নবসৃষ্ট নিরাপত্তা প্রহরী, এমএলএসএস, বাবুচ্চির ১ টি

করে পদ থাকলেও সেটি শুন্য আছে।

তালা হাসপাতালে সদ্য যোগদানকারী পঃপঃ কর্মকর্তা ডাঃ কুদরত-ই- খূদা

জানান, প্রায় সকল হাসপাতালে একই রকম ডাক্তার সংকট চলছে। ডাক্তার

সল্পতার কারণে চিকিৎসা সেবায় কিছুটা হলেও বিঘœ হচ্ছে, তবে আমরা

যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছি।

ভুক্তভোগী এলাকার সকল শ্রেনীর লোকজন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জরুরী

ভিত্তিতে তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ডাক্তার সংকট নিরসনের জোর দাবী

জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451