রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নির্যাতনের শিকার জমজ বোন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

কলেজ থেকে বাসায় ফেরার পথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের নির্যাতনের শিকার হলেন রাজধানীর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির জমজ বোন।

সহোদরের জন্য প্রতিবাদ করতে গিয়ে কিলঘুঁষি, লাথি থেকে শুরু করে বখাটের বাঁশের বাড়িতে মারাত্মকভাবে আহত হয়েছেন অপর বোন।

সহপাঠী এবং অভিভাবকদের দাবি, অভিযুক্ত বখাটে, ফাস্টফুডের দোকানের মালিক জীবন করিম বিভিন্ন সময়ে নানা রকম অপকর্ম করে আসছে। তবে, পুলিশ আশ্বাস দ্রুতই ধরা হবে অপরাধীকে।

বুধবার সকালে কলেজে থেকে বাসায় ফেরার পথে জীবন করিম বাবু নামের এক বখাটে এভাবেই আহত করে বিসিআইসি কলেজের ১ম বর্ষের ছাত্রী জীমকে। তার অপরাধ বোন মীমকে উদ্দেশ্য করে বলা বাজে কথার প্রতিবাদ করেছিল সে।

মীম আর জীমকে যখন মারধর করা হচ্ছিলো তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল আশপাশের দোকানী এবং পথচারী।

তবে নীরব থাকেনি তার সহপাঠীরা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে কেউ কেউ। পুলিশ জানালো নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এদিকে, অভিভাবকরা দ্রুত বিচারের দাবি জানান। প্রভাব খাটিয়ে যাতে বিচার কাজকে বাঁধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451