বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রামগঞ্জে ১০ টাকা কেজি চাউল কালো বাজারে বলে অভিযোগ করেছেন ভাদুর ইউপির চেয়ারম্যান জাহিদ হোসন ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি চাউল কালো বাজারে বাজারজাত করার অভিযোগ

পাওয়া গেছে।

সৃষ্ট ঘটনায় ভাদুর ইউপির চেয়ারম্যান জাহেদ হাসান ভূঁইয়া রোববার দুপুরে উপজেলা

নির্বাহী অফিসে লিখিত অভিযোগ করে। সৃষ্ট ঘটনায় ওই দিনেই বিকেলে স্থানীয় এমপি

লায়ন এমএ আউয়াল,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজান, উপজেলা পরিষদ

চেয়ারম্যান আকম রুহুল আমিন,ইউএনও মোহাম্মদ আবু ইউসুফের সমুন্বয়ে ইউএনও

কার্যালয় উন্নয়ন সভা করে।চাউল কালো বাজারে বিক্রয় করায় ভাদুর,ইছাপুর,দরবেশপুর,করপাড়া

ইউপির ডিলারশিপ বাতিল করে। কালো বাজারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিক

নেতৃবৃন্দ নিয়ে ৮ সদস্য তদন্ত কমিটি গঠন করে।

জানাযায়,উপজেলার ১০টি ইউনিয়নে ১হাজার ৭শত কার্ডধারীদের জন্য সেপ্টেম্বর মাসে

প্রতি দুই ইউনিয়নে ৪২,৫০০ কেজি চাউল বিতরনের জন্য ১জন ডিলারশিপ ও তদারকি করার

জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।বরাদ্ধকৃত চাউলের ২/১ ইউনিয়নে সামান্য বিতরন

হলেও বেশীর ভাগ চাউল সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে চলে যাওয়ার সুনিদিষ্ট

অভিযোগ পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান জাহেদ হাসান ভ’ঁইয়া জানায়, সেপ্টেম্বর মাসে ভাদুর ইউপির ১শত

৪০জনকে কার্ড দিলেও কোন চাউল পায়নি। কার্ডধারীদের অভিযোগে খবর নিয়ে তিনি

জানতে পারে ডিলার সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য অফিসে ডিও জমা দিয়ে কালো বাজারে

চাউল বিক্রয় করে তালিকা উপজেলা খাদ্য অফিসেও জমা দেয়।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা প্রবীর কুমার জানায়, সেপ্টেম্বর মাসে ডিও মাধ্যমে

ডিলারশিপ চাউল উত্তোলন করে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু

ইউসুফ জানান, তদন্ত সাপেক্ষে কালো বাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজান জানায়, প্রধান মন্ত্রীর দরিদ্রদের

জন্য এ উদ্যেগ বাধাগ্রস্থদের ছাড় দেওয়া হবে না। এমপি লায়ন এমএ আউয়াল এমপি জানায়,

অভিযুক্তদের ডিলাশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451