বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

পরিকল্পনা কমিশন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পাইকগাছা কৃষি কলেজ স্থাপন

প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের উর্দ্ধতন কতৃপক্ষ । পরিকল্পনা

কমিশনের সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রোববার

সকালে উপজেলার পাইকগাছা-কয়রা সড়ক সংলগ্ন চকবগুড়াস্থ কৃষি কলেজ স্থাপন

প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনের সদস্য আব্দুল মান্নান প্রকল্প

পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন

চিংড়ি অধ্যুষিত এলাকায় কৃষি কলেজ স্থাপন সরকারের অত্যন্ত সময় উপযোগি

সিদ্ধান্ত। প্রকল্পের কাজ শেষ হলে এলাকার ছেলে-মেয়েদের কৃষি বিষয়ক লেখাপড়ার

সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে কৃষি কলেজ

গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে

উপস্থিত ছিলেন কৃষি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাশেম সরদার, শিক্ষা

প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম, পরিকল্পনা

কমিশনের সদস্য আব্দুল মান্নানের সহধর্মীনি নাজমা মান্নান, উপজেলা

নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাবেয়া পারভেজ, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী

মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল আজিজ ও এস.আই স্বপন রায়। উল্লেখ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৩ এপ্রিল কয়রার এক জনসভায়

পাইকগাছা উপজেলায় ১টি কৃষি কলেজ স্থাপনের ঘোষনা দেন। প্রধানমন্ত্রী এ

প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষি কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলার

পাইকগাছা-কয়রা সড়ক সংলগ্ন চকবগুড়া মৌজায় ২৫ একর জমি অধিগ্রহণ

প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে টেন্ডারসহ অন্যান্য

প্রক্রিয়া সম্পন্ন হলে মূল অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করা হবে বলে

সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451