সাইফুল ইসলাম তালুকদার,
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বজ্রপাতে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কাইয়ূম অলুয়া গ্রামের মৃত মুনছব উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আব্দুল কাইয়ূম জমিতে কাজ করতে যান। তখন বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় তিনি পথে মারা যান।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।