হেলাল শেখ, ঢাকা :
ঢাকার সাভার উপজেলা পরিষদের চারটি সরকারী দপ্তরে চুরি হয়েছে। চুরেরা কলাপসিবল গেইট ও দরজার তালা
লাগানো আংটা কেটে ভিতরে ঢুকে কম্পিউটার মনিটর, সিপিইউসহ মূল্যবান কাগজপত্র লুট নিয়েছে। এ ঘটনায়
সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঈদের সরকারী ছুটি শেষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীগন নিজ নিজ দপ্তরে যোগ দেয়ার পর
চুরির বিষয়টি বুঝতে পারেন।
চুরেরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কক্ষের তালা ভেঙ্গে একটি মনিটর ও একটি সিপিওসহ মূল্যবান কাগজপত্র,
সমবায় কর্মকর্তার অসিফ সহকারী কক্ষ থেকে একটি মনিটর, একটি সিপিওসহ মূল্যবান কাগজপত্র নিয়ে নতুন
একটি তালা লাগিয়ে রেখে যায়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কক্ষের তালা ভেঙ্গে একটি মনিটর, একটি সিপিও,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের অফিস সহকারীর কক্ষ থেকে একটি মনিটর ও তিনটি
সিপিও এর ভিতরের মাদারবোর্ড, হার্ড ডিস্কসহ মূল্যবান সামগ্রী লূট করে নিয়ে গেছে।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মচারী নিতাই চন্দ্র পাল জানান, বুধবার রাত ১০ টার দিকে সমাজসেবা অফিসের
সামনে বসে ৩ টি ছেলে নেশা করছিল আমি তাদের সরিয়ে দিয়েছি। এরপর সমাজসেবা অফিসের নৈশ প্রহরী
কিসলুর সাথে রাত একটা পর্যন্ত জেগে আমি আমার অফিসে গিয়ে শুয়ে পড়ি।
সকাল সাড়ে ৬ টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখি দরজা বাহির থেকে আটকানো। পরে কিসলুকে
ফোন করে এনে দরজা খুলে বাহিরে বের হই। পরে জানতে পারি বিভিন্ন দপ্তরে চুরির বিষয়টি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কয়েকটি দপ্তরের অফিসে
তালা ভেঙ্গে চুরি খবর শুনে আমি পুলিশ ও আনসার প্রধানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরের অফিসগুলোর
তালা ও দরজায় লাগানো আংটা কেটে মনিটর ও সিপিও নিয়ে গেছে।
বিভিন্ন অফিসের কম্পিটারে থাকা সরকারী গুরুত্বপূর্ন নথি খোয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব
কম্পিউটার চুরি হয়েছে সেগুলোর ডাটা ব্যাকআপ অন্যত্র সংরক্ষিত থাকায় কোন সমস্যা হবে না।
নিরপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার জন্য আমাদের নৈশ প্রহরীর পাশাপাশি আনসার সদস্যরা
নিয়োজিত ছিল।
তিনি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশই নেবে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজুর রহমান সাভার নিউজকে জানান, চুরির খবর শুনে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি জোরালো তদন্ত করে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেন তিনি।