বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে দুই পথচারীসহ নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে উল্টে যাওয়া বাসটি সরিয়ে নিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লির বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম (৪০)।

আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত, নওগাঁ জেলার আরিফুল ইসলাম, ঢাকার মগবাজার এলাকার সাবিনা ও তার মেয়ে তানহা। অন্য ছয়জনের নাম, পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০ বাসযাত্রী। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা বলেন, আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীর হোসেনের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লির পাশে হওয়ায় বাহরাম মিয়ার মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451