রামগঞ্জ প্রতিনিধি :
উপজেলা সরকারী পল্লী উন্নয়ন অফিসার নুরুল্যাহ খন্দকার রোববার
সকালে পৌর দরবেশপুর গ্রামের যুগী বাড়ি নামক স্থানে মোটর
সাইকেল ও বাই সাইকেলে মুখোমূখী সংর্ঘষে ঘটনাস্থলে নিহত
হয়। এ সময়ে মোটর সাইকেল চালক জামাল ও সাইকেল চালক মমিন
উল্যাহ গুরুতর আহত হয়। আহতদেরকে রামগঞ্জ সরকারী হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়, নুরুল্যাহ খন্দার নিজবাড়ি মাইজদি শহর থেকে
মোটর সাইকেল যোগে রামগঞ্জ কর্মস্থলে আসার পথে দরবেশ নামক
স্থানে আসলে দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের ৮মশ্রেনীর ছাত্র মমিন
বাইসাইকেলে সামনে পড়লে মুখোমুখী সংঘর্ষে নুরুল্যাহ মোটর
সাইকেল থেকে পড়ে রাস্তার পাশে গাছের সাথে মাথায় আঘাত
পায়। ঘটনাস্থলে নুরুল্যাহ নিহত হয়।