এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলা
সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে ১০০ জন দলিত, হরিজন, বেদে ও হিজড়া
জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই ও বিউটিফিকেশন
প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান বৃহঃবার (০১ আগস্ট
২০১৬) দুপুরে জেলা সমাজসেবা কার্যলয়ে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা
উপপরিচালক শেখ মুহসিন আলী এর সভাপত্বিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে ব্যক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে। স্বাগত ব্যক্তব্য
রাখেন, সজেরী পরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর মো: বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, সরকারী
শিশু পরিবার উপতত্ত্বাবধয়ক মো: ফেরদাউস আলম সরকার প্রমুখ। অনুষ্ঠানে
প্রশিক্ষনার্থীদের আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৫০ দিনের
প্রশিক্ষণ শেষে ১০০ জন দলিত, হরিজন, বেদে ও হিজড়া কে প্রশিক্ষন সনদ পত্র ও নগদ
২৫ হাজার টাকা বিতরণ করা হয়।