মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

চাহিদার অর্ধেক আগাম দিয়েছে ইসি আইনশৃঙ্খলা বাহিনীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য মোট বরাদ্দ থেকে প্রায় ২৭২ টাকা আগাম বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের জন্য নির্ধারিত বাকি অর্থ ভোটের পর দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও সেনাবাহিনীর জন্য বরাদ্দ সেনা সংখ্যা অনুযায়ী নির্ধারণ করবে ইসি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের বাজেট শাখার কর্মকর্তারা এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান। তাঁরা জানান, নির্বাচনে মোট ৭০০ কোটি টাকা বাজেট রাখা হলেও ব্যয় বেড়ে যেতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএনসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। বিগত সময়ের তুলনায় বাড়তি লোকবল নিয়োগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় বড় বাজেট চায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়া বাজেটে ৪১০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হলেও তার পরিমাণ বাড়ছে। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা খাতে যে বরাদ্দ রেখেছে সেনাবাহিনীর বরাদ্দ ছাড়াই সেই অর্থ অন্যান্য বাহিনীর জন্য দিতে হচ্ছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীর জন্য আলাদাভাবে বাজেটের প্রয়োজন হবে। এদিকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ডের জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেক টাকা আগাম দিয়েছে কমিশন।

জানা গেছে, আগাম বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আনসার ও ভিডিপির জন্য। এই বাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে খোরাকি বাবদ ১৪১ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকা, জ্বালানি বাবদ ৫ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা, মনোহারি দ্রব্য বাবদ ৪ কোটি ৮৬ লাখ টাকা এবং আপ্যায়ন ব্যয় ১২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা।

পুলিশের জন্য আগাম বরাদ্দ হয়েছে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে খোরাকি ৩৬ কোটি ১৬ লাখ ৪৭ হাজার টাকা, জ্বালানি খাতে ১৩ কোটি ৩৫ লাখ টাকা, মনোহারি দ্রব্য খাতে ৩ কোটি ২০ লাখ টাকা, আপ্যায়ন ব্যয় ৩ কোটি ১ লাখ ৩৭ হাজার ও যানবাহন (ভাড়া ও মেরামত) বাবদ ৭ কোটি ৫০ লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আগাম ৩৩ কোটি দুই লাখ ৪৩ হাজার বরাদ্দের মধ্যে খোরাকি ১১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার, জ্বালানি ৩ কোটি ৩৫ লাখ, মনোহারি দ্রব্য ২১ লাখ ৩৩ হাজার, আপ্যায়ন ব্যয় ৩৩ লাখ ১৫ হাজার, যানবাহন ১৬ কোটি ৩ লাখ ৭১ হাজার ও ব্যবস্থাপনা ব্যয় বাবদ ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকা দেওয়া হয়েছে।

র‌্যাবের জন্য আগাম ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দের মধ্যে খোরাকি খাতে ৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার, জ্বালানি খাতে ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার, মনোহারি ৫০ লাখ, আপ্যায়ন ব্যয় ২৮ লাখ ৭৫ হাজার ও যানবাহন বাবদ ২ কোটি ৫২ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আগাম ১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দের মধ্যে খোরাকি খাতে ২৫ লাখ, জ্বালানি খাতে ৮৪ লাখ, মনোহারি ৩ লাখ, আপ্যায়ন ব্যয় ২ লাখ ও যানবাহন বাবদ ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে পুলিশ চার দিন থাকলেও এবার সাত দিন থাকার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যরা নির্বাচনের সময়ে থাকবেন চার দিন, মোতায়েনের আগে দুই দিন ও প্রত্যাগমনের জন্য একদিন— এই মোট সাত দিন ধরে ৪২৪ কোটি টাকা চাওয়া হয়েছে। তবে কমিশনের প্রাথমিক বাজেটে ১২০ কোটি টাকা ধরা হলেও পরে এ বাহিনীর জন্য বরাদ্দ দেড়শ কোটি টাকার কিছু বেশি রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে পুলিশের ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে এসপি থেকে তদুর্ধ্ব কর্মকর্তা রয়েছেন ৩৪৯ জন। পুলিশের জন্য বরাদ্দ টাকার অর্ধেক নির্বাচনের আগে ও বাকি অর্ধেক নির্বাচনের পরে ইসির বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের নির্বাচনে সশস্ত্র বাহিনীর জন্য ৫৭ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা বরাদ্দ ছিল। এ ছাড়া পুলিশের জন্য ৫৯ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ২৭৯ টাকা, বিজিবির জন্য ১৭ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৩৩৫ টাকা এবং আনসার বাহিনীর জন্য ৬৩ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৩০২ টাকা বরাদ্দ ছিল।

এবারই প্রথমবারের মতো ভোটকেন্দ্রের পাহারায় নির্বাচনে নামানো হচ্ছে গ্রাম পুলিশদের (দফাদার ও চৌকিদার)। তারা মাঠে থাকবেন দুই দিন। ভোটের মাঠে দুই দিন দায়িত্ব পালন করবেন প্রায় ৪৫ হাজার গ্রাম পুলিশ। এ জন্য তাদের জনপ্রতি এক হাজার টাকা ভাতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451