ঝালকাঠি সংবাদদাতাঃ-কাঁঠালিয়ার আমুয়ায় কার্গোর ধাক্কায় হাসপাতাল সংযোগ সড়কের ধোপার খালের আয়রণ ব্রীজ ভেঙ্গে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সসহ ৪টি গ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগের শিকার হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, পথচারীসহ ওই এলাকার বাসিন্দারা। বিশেষ করে এম্বুলেন্সসহ সকল যানবাহন বন্ধ থাকায় এবং বিকল্প কোন সড়কের ব্যব¯’া না থাকায় গুরুতর অসু¯’ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যত্র যাওয়ার মহা বিপাকে পড়েছেন এসব রোগী ও স্বজনরা। প্রতক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল ৮টায় আল-আলিফ নামের বালু ভতি একটি কার্গোয় ধাক্কায় ব্রীজটি ভেঙ্গে নদীতে পড়ে যায় এবং ঘাতক কার্গোটিও পানিতে তলীয়ে যায়। এ সময় ব্রীজের উপর দিয়ে চলাচলকারী শিশুসহ দুই পথচারী আহত হয়। উপজেলা এলজিইডি প্রকৌশলী অমল চন্দ্র রায় জানান, ঘটনা¯’ল পরিদর্শন করে উর্ধতন কর্তিপক্ষের কাছে জানানো হয়েছে। খুব শীগ্রই নতুন ব্রীজ নির্মান করা হবে।