অাফিফ পেয়ার
বিশেষ প্রতিনিধি, চবি:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক মারধরের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রক্টর আলী আজগর চৌধুরী।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শওকত আলী, রাজনীতি বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন খালেদ বান্না ও ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান। তারা সবাই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন `কনকর্ড` গ্রুপের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের জানান, সাংবাদিক মারধরের দায়ে তিন শিক্ষার্থীকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সংশোধনের জন্য তাদের সময় দিয়েছি। যদি এ সময়ের মধ্যে তারা সংশোধিত না হয় তবে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রকিব কামালকে ডেকে নিয়ে বেদম মারধর করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।