শনিবার, ১১ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

টাইগারদের কাছে হারের দুঃখ ভুলে ছন্দে ফিরতে চায় শ্রীলঙ্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্কঃ-

একদিন পর আবারো মাঠে নামছে শ্রীলঙ্কা। নিজেদের তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের। প্রথম ম্যাচে জয়ের পর, বাংলাদেশের বিপক্ষে হেরে সেই ধারায় ছেদ পরে। তবে ভারতের বিপক্ষে আগের ম্যাচের পুনরাবৃত্তি করতে চায় স্বাগতিকরা। আগের ম্যাচে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ, নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়াই, এই ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

কোহলি-ধোনি-বুমরাহ-ভুবনেশ্বর। দলের মূল চার ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার ফলটা ভালোই টের পায় ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু টুর্নামেন্ট। তবে পরের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে স্বরূপে ফেরে টিম ইন্ডিয়া।

প্রতিটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। আছে একটি করে জয়। তবে রান রেটের হিসেবে শীর্ষে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় স্থানে ভারত। এবার পয়েন্টের হিসেবে এগিয়ে যাবার সুযোগ দু’দলেরই সামনে।

প্রথম ম্যাচে স্কোর বোর্ডে রান তুলেও, বোলাররা হতাশ করেছে দলকে। চলতি সিরিজে প্রেমাদাসার ব্যাটিং স্বর্গ উইকেটে বল করা যে কোনো বোলারদের জন্যই দুরহ হয়ে দাঁড়িয়েছে। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যা টের পেয়েছে শ্রীলঙ্কা। বিষয়টি ভালোই জানা ভারতের।

জয়দেব উনাদকাট বলেন, ‘ এই মাঠের উইকেট ব্যাটসম্যান সহায়ক। ইনিংসের প্রথম থেকেই সহজে বল ব্যাটে আসে। উইকেট থেকে যে বাউন্স পাওয়া যায়, সেটাও ব্যাটসম্যানদেরই সাহায্য করে। এমন উইকেটে সফল হতে তাই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ভ্যারিয়েশন না আনলে বল করা কঠিন। এছাড়া লাইন লেন্থও ঠিক রাখতে হবে।’

দুইশো’র বেশী রান করেও বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। যে দলটাকে গেলো মাসে ঘরের মাঠে একের পর এক ম্যাচে হারিয়েছে, তারাই ঘুরে দাঁড়ালো দুর্দান্ত ভাবে। এমন হারের পর, দলের মনোবলে যে চিড় ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিজেদের তৃতীয় ম্যাচের আগে অনুশীলন করেনি হাথুরুসিংহে শিষ্যরা। ভারতকে প্রথম ম্যাচে বধ করা লঙ্কানরা পরিকল্পনা সাজিয়েছে হোটেলে বন্দী হয়েই।

ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে ৭ ম্যাচ আর দুই বছরেরও বেশী সময় পরে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর আগে একবারই টানা দুই ম্যাচে তারা জিতেছিল ভারতের বিপক্ষে। এবারো যদি তেমন কিছুর পুনরাবৃত্তি হয়, তাহলে নিদাহাস ট্রফির ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে লঙ্কানরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451