রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

চাঁদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাসুদ হোসেন,চাঁদপুর :-  প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর নির্দেশনা মোতাবেক প্রতি বছরের ন্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মেলা উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী টি শহরের ইলিশ চত্বর থেকে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চাঁদপুর স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নের মিলনায়তনে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই পরিচালক (ইনোভেশন) মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সেবাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ডিজিটাল উদ্ভবনী তৈরি করেছেন। ডিজিটাল কর্মকান্ডে বাংলাদেশ এখন অনেক এগিয়ে রয়েছে। আর যে পরিবর্তন ঘটেছে, তা শুধু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণে কাজ করছেন। মানুষ আগে কখনো চিন্তা করেনি, সব কিছু হাতের নাগালে এবং এত সহজে সেবা পাবেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মইনুল হাসান।

এ সয়ম জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি ও বেসরকারি ৫২টি স্টল রয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451