বুধবার, ১৫ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না।’

এর আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ওই রায় দেন। ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর সাবেক প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার নাজিমুদ্দির রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খাওয়া, এটা তো আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না। এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেই শাস্তি খালেদা জিয়া, তারেক জিয়া পেয়েছে। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না, মানুষের অর্থসম্পদ নেবে না।’

শেখ হাসিনা আরো বলেন,  ‘কোর্ট রায় দিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজ প্রমাণিত হয়েছে। এ বছর ডিসেম্বরে আবার নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জয়যুক্ত করবেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আমরা আওয়ামী লীগ এবং আমাদের জোট তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই।’

জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451