রবিবার, ১২ মে ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

‘এ বছর রোহিঙ্গা শিবিরে জন্মাবে ৪৮ হাজার শিশু’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বাংলাদেশে চলতি বছর রোহিঙ্গা শিবিরগুলোতে অন্তত ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন। অর্থাৎ প্রতিদিন ক্যাম্পগুলোতে জন্ম নেবে অন্তত ১৩০টি শিশু। এসব নবজাতকের অধিকাংশেরই ডিপথেরিয়া, কলেরা, হামসহ নানা রোগ ও পুষ্টিহীনতার মারাত্মক ঝুঁকি রয়েছে। ফলে অনেক শিশু ৫ বছরের আগেই মারা যেতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এসব তথ্য জানায়।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের হিসাব মতে, এসব শরণার্থীর ৬০ ভাগই নারী ও শিশু। স্থানীয় হিসাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীদের ৭০ হাজারই অন্তঃসত্ত্বা।

বিষয়টি নিয়ে কক্সবাজারে ক্যাম্পগুলোয় কাজ করা সেভ দ্য চিলড্রেনের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা র‌্যাচেল কুমিংস বলেন, ‘ক্যাম্পগুলোর পয়ঃনিস্কাশন ব্যবস্থা খুবই নাজুক। এগুলো ডিপথেরিয়া, হাম, কলেরার মতো রোগের উৎসস্থল। আর এর জন্যই নবজাতকরা সেখানে ঝুঁকির মধ্যে রয়েছে। মোট কথা, এটি কোনো শিশু জন্মানোর জন্য উপযুক্ত স্থান নয়।

একই বিষয়ে কক্সবাজার সমাজসেবা বিভাগের উপপরিচালক প্রিতন কুমার চৌধুরী বলেন, ‘এটি সত্যিই আমাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি। এই সংকট কীভাবে মোকাবেলা করা যায় তা আমি বুঝতে পারছি না।’

এরই মধ্যে তার দল রোহিঙ্গা ক্যাম্পগুলোয় ৩৬ হাজার অনাথ শিশুর সন্ধান পেয়েছে বলেও জানান প্রিতন কুমার।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় ডিপথেরিয়া পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে মনে করছে সেভ দ্য চিলড্রেন। গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পগুলোয় ২ হাজার ৫২৬টি ডিপথেরিয়া আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া এই রোগে এখন পর্যন্ত ২৭টি শিশু মারা গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451