রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

ফুলবাড়ীয়ার রাস্তা ভাঙ্গনে যান চলাচল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:  ফুলবাড়ীয়া উপজেলার ২নং
পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার টু মুক্তাগাছা উপজেলার রসুলপুর
ভায়া কাটবাওয়লা বাজার ব্যস্ত রাস্তাটি গত কয়েক দিনের টানা বৃষ্টির
কারণে মৌহতলা নরেশ পালের বাড়ী সংলগ্ন বানার নদীর ভাঙ্গনে এবং মৌহতলা
ঈদগাহ মাঠের পাশে গর্ত ও কাঁদা জমায় যান চলাচলের অনুপযোগী হয়ে
পড়ে। ফলে ব্যস্ততম রাস্তাটি দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ দুর্ভোগ
পোহাতে হচ্ছে। দুই উপজেলার সীমান্তবর্ত্তী হওয়ায় আশেপাশের প্রায়
২০/২৫টি গ্রামের মানুষ তাদের উ্যপাদিত কৃষিপন্যসহ মাছ, মুরগীর খাবার
আনা-নেয়া এবং হাজার হাজার জনগনের চলাচল করতো। নদী ভাঙ্গনের কারণে
মূল রাস্তার ৮০ ভাগ ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় বাইসাইকেল ছাড়া
অন্যকোন যান বাহন চলাচল করতে পারছেনা।
এ ব্যাপারে ২নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়েজ উদ্দিন তরফদার
বলেন, ‘রাস্তাটি যে পরিমানের ভাঙ্গছে। এ ভাঙ্গন রোধ করা আমাদের পক্ষে
সম্ভব না। মাননীয় এমপি স্যারের দৃষ্টি আর্কষণ করছি। তবে রাস্তাটি
মেরামত করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ আঃ বাছেদ বলেন, ‘রাাস্তাটি যদি
নদীভাঙ্গনের স্বীকার হয়ে থাকে তবে সেটি পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451