ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ উপজেলার রাঙ্গামাটিয়া
ইউনিয়নের হাতিলেইট গ্রাম থেকে কাতার প্রবাসী মন্ধসঢ়;জুরুল হকের স্ত্রী
গৃহবধু সখিনা বেগম (২৬) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার
ভোরে পুলিশ বাড়ির পাশে সেলু মেশিনের গত (কূপর্) থেকে প্রবাসীর স্ত্রীর
লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবার হজরত আলী অভিযোগ করেন , আমার মেয়ে সখিনাকে তার শশুর
– শাশুড়ী গলায় ওরনা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর কূপের ভেতর ফেলে তারা
শিশু সন্তান নিয়ে পালিয়েছে।
নিহতের মা জাবেদা খাতুন জানায়, ঘটনার দিন সখিনার ৯ মাসের শিশু
সন্তান অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য প্রবাসী স্বামীকে মোবাইলে
জানালে স্বামী মন্ধসঢ়;জুরুল তাকে গাল মন্দ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার
দিন দশজাল শাশুড়ী গৃহবধু সখিনাকে হুমকী দেয় তোর শশুর আজ বাড়ি
আসুক বুজবি মজা। ঐ দিন বৌ শাশুড়ী তুমুল ঝগড়া হয়। পরদিন বুধবার
(১৩ সেপ্টেম্বর) সকালে গৃহবধুর শশুর লাল মিয়া লালু ফুলবাড়িয়া থানায় পুত্রবধু
নিখোজ হওয়ার জিডি করেন। নিখোজের সংবাদ পেয়ে গৃহবধু সখিনার
মা-বাবাসহ পরিবারের লোকজন তার শশুর বাড়ি এলাকায় খোজাখুজি করে।
খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশ্বে পানি ভর্তি প্রায় ২০ ফুট গর্ত
কূপে খোজাখুজি করলে গৃহবধু সখিনার লাশের সন্ধান পায় স্থানীয়রা।
গৃজবধুর লাশের সন্ধান স্থানীয় থানা পুলিশকে অবহিত করলে ফুলবাড়িয়া
থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের জানায়, নিহত গৃহবধুর শরীরে
কোন আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। থানায় ইউডি মামলা হয়েছে।