রবিবার, ১২ মে ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শেহবাজ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নওয়াজ শরিফের পর কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে সবচেয়ে দামি প্রশ্ন সম্ভবত এটাই। দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণার পর প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ সরে দাঁড়ান। এর পর থেকে শুরু হয়েছে এই জল্পনা-কল্পনা।

সংবাদমাধ্যমগুলো তো এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও দিয়ে দিয়েছে। সেই তালিকায় প্রথমেই আছে নওয়াজের ছোট ভাই দেশটির পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফের নাম। এরপর আরো আছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এবং পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবালের নাম।

তবে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এত জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতারা। এক ঘোষণায় দলটি জানিয়েছে, ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন নওয়াজের ছোট ভাই শেহবাজ শরিফ।

এর আগে রাজনৈতিক বিশেষজ্ঞের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছিল, নওয়াজের ভাই শেহবাজের হাতে ক্ষমতা থাকলে শরিফ পরিবার নিরাপদ বোধ করবে।

প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও ক্ষমতাসীন পিএমএলএন দলের প্রধান হিসেবে সরকারে নওয়াজের ভূমিকা অনেক। কারণ তাঁর দল সংসদে এখনো সংখ্যাগরিষ্ঠ। ফলে নওয়াজ তাঁর উত্তরসূরি নির্বাচনেও ভূমিকা পালন করতে পারবেন। তবে কেবল মনোনয়ন দিতে পারবেন তিনি। তাঁর দলের সংসদ সদস্যদের ভোটে প্রার্থীকে নির্বাচিত হতে হবে।

এদিকে পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শেহবাজ ছাড়াও পিএমএলএন দলে প্রধানমন্ত্রী পদের জন্য আরেক আলোচিত নাম ছিল নওয়াজের মেয়ে মরিয়াম শরিফ। কিন্তু তিনি এখনো নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451