মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

পুনরুদ্ধার আইসিটি ডিভিশনের ওয়েবসাইট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হ্যাক হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় হ্যাকারদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট। এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে এবং আবার আগের রূপে দেখা যাচ্ছে।

বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা আক্রমন হিসেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট পুনরুদ্ধার এবং হ্যাকিংয়ের ঘটনা তদন্তে আইসিটি বিভাগ কাজ শুরু করে।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের  বলেন, ‘শুক্রবার বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে। ওই হামলার জবাবে আমাদের ওয়েবসাইট পাল্টা হামলার শিকার হয়’

শনিবার দুপুরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়। এসময় http://www.ictd.gov.bd ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে ‘হ্যাকড বাই রাহু/ ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস’ লেখা রয়েছে। এখন পর্যন্ত উক্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

এর আগে ২০১৫ সালের ৪ জুলাই আইসিটি বিভাগের একটি সাব-ডোমেইন হ্যাক হয়েছিল। তখন ‘এইচ ফোর সিকে থ্রিআর জিরো জিরো সেভেন’ নামের একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। কিন্তু সেই ওয়েবসাইট খুব দ্রুত সময়ে পুনরুদ্ধার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451