খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে হাতবোমার (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ শনিবার রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ।
ওসি আরো জানান, পুলিশের ধারণা, বাইরে থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। ককটেলটি কারাগারের ভেতর একটি গাছের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।
খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর পরই সব বন্দিদের লকআপে রাখা হয়, সে জন্য এ সময় বাইরে কেউ ছিল না।
জেল সুপার আরো বলেন, কারাগারের পূর্বপাশের ফাঁকা রাস্তা থেকে যে কেউ এই ককটেল বা বোমাটি ছুড়তে পারে।