গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলার
জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে
একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো
দশজন। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা
যায়। নিহত তৌহিদ মোল্লা (৪০) ওই গ্রামের হাসেম
মোল্লার ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম রেজা
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে
ঠান্ডা মোল্লার ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান
চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে তৌহিদ
মোল্লা গুরুতর আহত হন। গুরুতর আহত তৌহিদ মোল্লাকে
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংঘর্ষের ঘটনায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা
বিরাজ করছে।