সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

মুফতি হান্নানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের চার সদস্য।বুধবার সকালে তারা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মিজানুর রহমান।

পরিবারের সদস্যরা হলেন মুফতি আবদুল হান্নানের ভাই আলিমুজ্জামান মুন্সী, স্ত্রী জাকিয়া পারভীন রুমা ও দুই মেয়ে।জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন তার ভাই আলিমুজ্জামান মুন্সী, স্ত্রী জাকিয়া পারভীন রুমা ও দুই মেয়ে।কারাগার সূত্রে জানা যায়, দরকারি আনুষ্ঠানিকতা শেষে সকাল পৌনে ৮টার দিকে হান্নানের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য ভেতের পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার মুফতি হান্নানের সঙ্গে দেখা করার বিষয়ে কাশিমপুর কারাগার থেকে পাঠানো চিঠি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া থানায় পৌঁছায়।২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ আরো অনেকে আহত হন। নিহত হন পুলিশের দু’কর্মকর্তাসহ তিনজন। পরে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে।
২০০৭ সালের ৩১ জুলাই হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) নেতা মুফতি আবদুল হান্নানসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

পরবর্তীতে সম্পূরক চার্জশিটে আরেক জঙ্গি মঈন উদ্দিনের নাম অন্তর্র্ভুক্ত করা হয়।২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ও মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
এরপর উচ্চ আদালতে তারা আপিল করলে গেলো বছরের ৭ ডিসেম্বর নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। এরপর তারা রিভিউ আবেদন করলে সেটাও ২২ মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451