মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

শেখ হাসিনা-মমতার বৈঠক শনিবার রাতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঢাকা: ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীকাল শনিবার রাতে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন শুনেছি। অপেক্ষায় আছি- উনার সঙ্গে আলাদা করে কথা বলার জন্য। আমি সব সময় আশাবাদী। দেখি কী হয়। প্রধানমন্ত্রীর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণ্যমান্য ভারতীয় ব্যক্তি ও দেশি-বিদেশি সাংবাদিকে ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451