এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়ার মেঘনা নদীতে ফিশিং বোট ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মধ্যে
আরিফ (২৫) ও আলা উদ্দিন (২৮) নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মাসুদ (২৬) নামের অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে। সকাল সাড়ে ১০টার
দিকে হাতিয়ার ঠেঙ্গারচর সংলগ্ন মেঘনা নদী থেকে ওই দুই জেলের মৃতদেহ
উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত জেলে আরিফ ও আলা উদ্দিন এবং এখনো পর্যন্ত
নিখোঁজ মাসুদ সবাই দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা। হাতিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক নিখোঁজ হওয়া দুই জেলের মৃতদেহ
উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে
হাতিয়ার রয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে এমভি পারভীন নামের একটি ফিশিং
বোট নিয়ে ১৬ জন জেলে ও মাঝি-মাল্লাসহ মেঘনা নদীতে শাছ ধরতে যায়।
শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ওই ১৬ জন জেলে ও মাঝি-মাল্লাসহ ফিশিং বোটটি
ঠেঙ্গার চর সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এরমধ্যে ১৩ জন নিরাপদে তীরে
ওঠে আসেলও অপর তিন জন নিখোঁজ থাকে। পরে সকালে নিখোঁজ হওয়া তিন
জেলে ও ফিশিং বোটের সন্ধানে উদ্ধার অভিযান চালায় সহযোগী জেলে ও স্থানীয়
লোকজন। একসময় ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বোটটি উদ্ধার করে তীরে নিয়ে
এসে বোটের ভিতর থেকে আরিফ ও আলা উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। তবে মাসুদ
নামে অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে।