রবিবার, ১২ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

সাভারে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নেতা কর্মীদের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম হেলাল শেখঃ

ঢাকার নিকটবর্তী সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা রহিম সুপার মার্কেট’র

অফিসে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র নেতা কর্মীদের এক

জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জামগড়া অফিসে সাভার থানার সভাপতি মোঃ হুমায়ন কবীর এর

নেতৃত্বে সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে জরুরি

এক আলোচনা সভা করা হয়েছে। এ সভায় বক্তব্য রাখেন সাভার থানার সাধারণ সম্পাদক

মোঃ মোস্তফা, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাভার উপজেলা সভাপতি- জিএম নজরুল

ইসলাম নিরব, আশুলিয়া থানা সভাপতি-এরশাদুল হক, মুঈন সরকার, এম জামান, ওহিদুল

ইসলাম, মোস্তফা পিকুল ইসলামসহ আরও অনেকে।

নেতা কর্মীরা বলেন, ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম

দিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসসহ বিশেষ দিনগুলো পালন করে আসছেন তারা।

নেতা কর্মীগণ বলেন, ১৯৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে ১ মিনিট

দাঁড়িয়ে নীরবতা পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সাভার জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সংগঠনের সাথে উক্ত সংগঠনটি’র

নেতা কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

উক্ত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র নেতা কর্মীরা বলেন,

বাংলাদেশের মানুষ অনেক শান্তি প্রিয় আমরা, বঙ্গবন্ধু’র স্বপ্নের কথা আমরা ভুলিনি,

সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র। আমরা

জাতির জনকের নীতি ও আদর্শ মেনে চলছি। কোনো সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।

বাংলার মাঠিতে খুনি সন্ত্রাসীদের বিচার করা হবে। নেতা কর্মীরা বলেন, দেশে

সাংবাদিক, পুলিশ, আইনজীবি, রাজনৈতিক নেতা কে খুনি সন্ত্রাসীরা হত্যা করছে।

তাই খুনিদের বিচার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451