শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং আদিবাসী বিদ্যালয়ের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১০৬ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ , চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্রভূমির গহিনে

অবস্থিত ও প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ে

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়

দিবস উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল

টুডু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাবুডাইং গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর,

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু

প্রমূখ। অনুষ্ঠান করেন ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল হাসদাক ও সোনিয়া খাতুন শশীর সঞ্চালনায় এ

সময় শিক্ষার্থীদের মধ্য থেকে দিবসটিকে স্মরণ করে অনুভূতি ব্যক্ত করেন,

জোনাকি কোল সাইচুরি, মুনিরা খাতুন, সিপন্ত কোল হাসদা, রহিমা খাতুন,

আব্দুল কুদ্দুস, সিমন কোল টুডু, তাজরিন খাতুন, মারুফ আলী প্রমূখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাঁওতালী ভাষায় দেশাত্মবোধক

গান পরিবেশন করেন যথাক্রমে মারিয়া আক্তার, মনজিলা খাতুন, সোনিয়া খাতুন,

নন্দিতা কোল মার্ডি, সুরমিলা কোল হাসদা, সোনালী কোল হাঁসদা, সিমন্ত

কোল হাসদা, রিমন কোল সাইচুরি, তাজরিন খাতুন, রহিমা খাতুন এবং

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ট্রেম হাসদা। এ সময় মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা

প্রদর্শন করে সাগর কোল সরেন, শুভ কোল মুরমু, সিমন কোল হাসদা, সাকিল আলী,

রঞ্জিত কোল টুডু, আব্দুল কুদ্দুস।

তবে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা মুক্তিযুদ্ধ চোখে

দেখিনি। বইয়ে পড়েছি ও বড়দের মুখ থেকে শুনেছি। তবে আমাদের যদি

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হতো, তবে আমরা সে সম্পর্কে আরো বেশি

জানতে পারতাম। এই সময়ের শিশুদের ভেতরে দেশাত্মবোধ আরো বেশি জাগ্রত

হতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451