বাংলার প্রতিদিন ডটকম ,ঢাকা ঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ র্যালির মাধ্যমে দলের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষা করার শপথ নিচ্ছে।’
তবে দলের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দিনটি শুরু করেন। ওই সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরই নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলে আসেন। পূর্ব ঘোষিত শোভাযাত্রায় যোগ দিতে ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীদের বর্ণাঢ্য উপস্থিতিতে মুখরিত হয় দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকা। সেখান থেকে দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে যাত্রা শুরু করে স্বাধীনতা দিবসের এই শোভাযাত্রা।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘র্যালির মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীরা আজ স্বাধীনতা দিবসে এ বর্ণাঢ্য র্যালির মাধ্যমে নতুন করে শপথ নিচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার। একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে তারা সবাই একত্রিত হয়েছে। আমরা দেশ স্বাধীন করতে পারলেও এখনো গণতন্ত্রকে মুক্তি দিতে পারিনি। এ র্যালির মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রাম ও লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।’
শোভাযাত্রায় অংশ নেয় বিএনপির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয় ওই শোভাযাত্রা।