অওরীর মাহামুদ (পারভেজ) কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় দরিদ্র-প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
দিনমজুর স্বামী শাহ আলমের টানাপোড়েনের সংসার। সন্তানদের লেখাপড়া আর সংসারের খরচ মিলে স্বামী-স্ত্রীর দিন চলছিল চরম বেহাল দশায়। বালিয়াতলী ইউনিয়ন পরিষদের এলজিএসপি-২ প্রজেক্টের উদ্যোগে দেয়া সেলাই মেশিনটি পেয়ে তাই খুবই আশাবাদী জাকিনুর। সংসারে যোগান দেয়ার স্বপ্নে এখন বিভোর লেমুপাড়া গ্রামের এই তিন সন্তানের জননী।
সেলাইয়ের কাজ শিখেছেন। কিন্তু মেশিন কেনার সঙ্গতি ছিল না।এখন সংসারে স্বামীর পাশাপাশি নিজে আয় রোজগারের স্বপ্ন দেখছেন। সংসারে আর্থিক যোগান দেয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। একই কথা বৈদ্যপাড়া গ্রামের খালেদা, বড়বালিয়াতলীর মাকসুদা, খাদিজা, তুলাতলীর শান্তামনি, শিল্পী বেগম, কাকুলী বেগম, ছোট বালিয়াতলীর লুৎফাসহ ১০ নারীর। এরা এখন নিজেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বিভোর।বৃহস্পতিবার বেলা ১১টায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ দরিদ্র বেকার ১০ গৃহবধূকে একটি করে সেলাই মেশিন বিনা মূল্যে দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, এলজিএসপির জেলা ফেসিলিটেটর নজরুল ইসলাম, অডিট এসোসিয়েট রায়হান রেজা, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
একই সভায় সাতজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধী আল আমিন, সাগর গাজী, সুমাইয়া, তামান্না বেগমসহ তাদের পরিবারের লোকজন হুইল চেয়ার পেয়ে স্বস্তিবোধ করছেন। তারা জানান, প্রতিবন্ধীদের চলাচলে এখন অনেকটা সহায়ক হবে। চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, মানব উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে বাকিসব দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে এবং প্রতিবন্ধীদের চলাচলে সহায়ক হুইল চেয়ার বিতরণ করা হবে।