মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে সেবাদাতা ও
সেবাগ্রহীতাদের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটির(সনাক) আয়োজনে বুধবার দুপুর
দেড়টার দিকে এ মতবিনিময় সভা শুরু হয়ে সাড়ে ৩টা পর্যন্ত চলে। সচেতন
নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক শহীদ-ই- হাসানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মু. ছিদ্দিকুর রহমান।
অন্যান্যের ম্যধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য খালেদা খানম, বজলুর রহমান, আলী আকবার
মিলন, সিনিয়ার সার্জারী কনসালটেন্ট ডা. গোলাম মহিউদ্দিন, আরএমও ডা.
সাখাওয়াৎ হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. দেওয়ান নিজামউদ্দিন হেলাল প্রমুখ। সভায়
হাসপাতালের সেবা বৃদ্ধির জন্য সেবাগ্রহীতারা অনুরোধ ও নানা বিষয়ে পরামর্শ
প্রদান করেন। এ সময় নানা সীমাবদ্ধতার মধ্যে হাসপাতালে সেবার মান আরো
উন্নত করার আশ্বাস দেন সিভিল সার্জন ডা. মু ছিদ্দিকুর রহমান।#