রবিবার, ১২ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি করপোরেশনে মনিরুল হক সাক্কুর বিকল্প নেই : জাহিদ হোসেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নগরীর আধুনিকায়নের জন্য আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার কুমিল্লা নগরীতে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন। নগরীতে আজ সাক্কুর পক্ষে ভোট চেয়ে পথসভা করেছেন বিএনপির একাধিক নেতা।

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর চৌরস্তা, সাহাপাড়া, পাথরিয়াপাড়া, পালপাড়া, তেলিকোনা, নূরপুর ঘুধীর পুকুরপাড়, পাটনাইয়া পুকুরপাড় হয়ে সুজানগর চৌরাস্তা পর্যন্ত নির্বাচনী কাজে অংশ নিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন।

এ সময় এ জেড এম জাহিদ হোসেন বলেন, আধুনিক, নিরাপদ, শৃঙ্খল কুমিল্লা মহানগরী গড়তে সাক্কুর বিকল্প নেই। বিরোধীদলীয় মেয়র হয়েও বিগত দিনে নতুন সিটি করপোরেশনের দায়িত্ব পেয়ে তিনি নগরীর ব্যাপক উন্নয়ন করেছেন।
গণসংযোগের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সহসম্পাদক জাহানারা খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, একরামুল হক বিপ্লব, স্থানীয় বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি ও আজিজুর রহমান আজগরসহ অনেকেই।

অপর এক নির্বাচনী প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গুম, খুন, সন্ত্রাস, নৈরাজ্যের হোতাদের দিয়ে আধুনিক কুমিল্লা নগরী গড়া সম্ভব নয়। উন্নয়ন, শান্তি, সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সাক্কুকে আবার মেয়র করে তাঁর অসমাপ্ত কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

নগরীর রাজগঞ্জ ও মোগলটুলি এলাকার ওই পথসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক সাধন দেব, মহানগর শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
পরে বিকেলে রুহুল কুদ্দুস নগরীর ১ নম্বর ওয়ার্ডের মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয়ে আরেক বৈঠকে যোগ দেন। এ সময় নারায়ণগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

পৃথক প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মনিরুল হক সাক্কুকে ভোট দিয়ে গণতন্ত্রের সংগ্রাম শক্তিশালী করতে হবে। নগরীর ১১ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ, হোচ্চামিয়া, দারোগাবাড়ী, মুন্সেফবাড়ী, ভিক্টোরিয়া কলেজ, রানী দীঘির পাড়, দেশওয়ালী পট্টি, সদর হাসপাতাল রোড, উজির দীঘি, জিলা স্কুল, নিউমার্কেট কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করে প্রচারপত্র বিতরণ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, যুবদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, স্থানীয় বিএনপি নেতা জুলহাস আবদুর রব, যুবদল নেতা আমিরুজ্জামান আমির, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার, এ পাশা সিদ্দিকী রাকিব ও ফরিদ উদ্দিন শিবলুসহ অনেকেই।

নগরীর অপর এক গণসংযোগে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই নির্বাচন ইসির জন্য একটি অগ্নিপরীক্ষা।
সকালে নগরীর কান্দিরপাড়, সোনালী ব্যাংক, মনোহরপুর, এ কে ফজলুল হক সড়ক, রাজবাড়ী গেট, রাজবাড়ী মসজিদ কমপ্লেক্স, শিব বশ্রালয়, সাত্তার খান কমপ্লেক্স, রয়েল সুপার ম্যানসন, বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রিন্স।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম পটু, জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451