মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলায় এ বছর সর্বমোট ৩৯ হাজার ৫শত
হেক্টার জমিতে আলু আবাদ হয়েছে। এর উৎপাদন লক্ষ মাত্র নির্ধারণ করা হয়েছে
প্রায় ১৪ লক্ষ টন। কয়েক দিনের অভিরাম বৃষ্টির কারনে মুন্সীগঞ্জ জেলার আলুর
জমিতে পানি জমে গেছে। বৃষ্টির কারনে কৃষকদের আলু জমির মধ্যে পঁচে
যাচ্ছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের স¤েœলন কক্ষে জেলার
কৃষকদের উৎপাদিত আলু সুষ্টভাবে সংরক্ষনের বিষয়ে কোল্ড স্টোর মালিকদের
সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা ।অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ূন
কবির, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী,
বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, জেলার ৪৪ টি কোল্ড স্টোরের
মালিক ও ম্যানেজারসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এতে
উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, এ বছর মুন্সীগঞ্জ জেলায় ৩৯
হাজার ৫শত হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এ পর্যন্ত উত্তোলন হয়েছে ৯
হাজার ২৫০ হেক্টর জমির আলু। যা প্রায় ২৩ শতাংশ। প্রায় ৩০ হাজার ৫০ হেক্টর
জমির আলু এখনও জমিতে আছে। যা অভিরাম বৃষ্টির কারনে পঁচনের সঙ্কায়
রয়েছে। কৃষকরা এবার লোকশানের মুখে পড়বে বলে জানান। এ সময় জেলা
প্রশাসক তার বক্তেব্যে বলেন, কৃষকরা এমনিতেই ক্ষতিগ্রস্থ্য সেজন্য কোল্ড
স্টোর মালিকদের স্টোরের ভাড়া কমানোর জন্য অনুরোধ করেন। কোল্ড স্টোর
মালিকরাও জেলা প্রশাসকের প্রস্তাবে রাজি হয়েছে। মত বিনিময় সভায়
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও সার্বিক)
হারুন অর রশিদ।#