মিরসরাই প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া
ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো
ট্রাকের পেছন দিকে অপর ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী
নিহত হয়েছে। বুধবার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার সময়
এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম
জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের
পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিল। এসময়
ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্টো উ ১১-৩৮৭৫)
দাঁড়ানো ট্রাকটির পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক
রফিক ঢালী (২৬) ও কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের
পুত্র শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলে মারা যায়। চালকের বিস্তারিত
পরিচয় জানা যায়নি। নিহত ট্রাকের চালক ও সহকারী এবং
দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে
নিয়ে আসা হয়েছে।