মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ রবিবার বৈকালে জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত জের ধরে
প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলার মহীপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে করা হয়েছে। প্রত্যদশী সুত্রে জানা যায়, উপজেলার ধরঞ্জী
ইউনিয়নের নন্দইল গ্রামের মফির উদ্দিনের পুত্র আমজাদ হোসেনের সঙ্গে
একই গ্রামের মোকছেদের পুত্র কামাল হোসেনের দীর্ঘদিন থেকে জমিজমা
নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা
দায়ের করেন। এদিকে কামালের স্ত্রী জোসনা বেগমের দায়ের করা মামলায় মফির
উদ্দিনের পুত্র আমজাদ হোসেন, জামাল হোসেন, জয়েন উদ্দিনের পুত্র হারুন
সহ ৪/৫জন হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ী ফেরার সময় বাড়ির
সন্নিকটে মোকছেদ আলীর পুত্র কামাল হোসেন ও তার ছেলে লেবু হারুনের
সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কামাল ও তার ছেলে লেবু
হারুন কে একা পেয়ে এ্যালোপাথ্যারী মারতে থাকে। হারুন চিৎকার করলে
আমজাদ হোসেন ও তার ভাই জামাল হোসেন সহ আশে পাশের লোক জন
এগিয়ে গেলে কামাল ও তার ছেলে হাসুয়া কোদাল দিয়ে তাদের কোপাতে
থাকে। কামালের হাসুফার কোপে আমজাদ হোসেনর (৫৫) নাকের ডগা ও বাম
হাত, জামাল হোসেন(৪৫), ও হারুনের মাথা গুরুত্বর জখম হয়। পরে
গ্রামবাসী তাদের উদ্ধার করে মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ
রির্পোট পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।