অনলাইন ডেস্কঃ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যে সময়ে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে চাপ দিচ্ছে, ঠিক সে সময় জঙ্গি তৎপরতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মনে করি যে, সরকার এটাকে (জঙ্গিবাদ) টিকিয়ে রাখছে এবং এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে।’
‘ভারত বাংলাদেশের সঙ্গে, মানে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী এবং তারা এ বিষয়ে চাপ দিচ্ছে। ঠিক তার প্রাক্কালে আবার হঠাৎ করে, মাঝখানে দুয়েক মাস বেশ সুস্থির থাকার পর আবার এখন এটা বিভিন্ন জায়গায় বেড়ে যাচ্ছে। এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।’
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, বিদেশিদের সমর্থন পেতে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার।
সকালে রাজধানীতে এক আলোচনা সভায় খসরু আরো বলেন, জঙ্গিবাদ দেশ ও জনগণের শত্রু, তাই জঙ্গিবাদ ঠেকাতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য।
সরকারের জঙ্গি দমন কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে আমির খসরু অভিযোগ করে বলেন, জঙ্গিবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে বলেই সরকার এ ইস্যুতে জাতীয় ঐক্য চায় না।