সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনে বঙ্গবন্ধুকে স্মরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিভিন্ন

কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার স্বাধীন বাংলাদেশের স্থপতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম

জন্মদিন উদযাপিত হয়েছে। একই সঙ্গে জাতি দিনটিকে

‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতির

পিতার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা,

দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, বিশেষ প্রার্থনা,

আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,

বইমেলা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, পুরস্কার

বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রভৃতি।

শুক্রবার ভোর সাড়ে ৬টায় গোপালগঞ্জ আওয়ামীলীগ

কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী

লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়।

রাষ্ট্রপতি এ্যাড. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী এবং

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাধিসৌধ এলাকা

ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,

সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর

স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা

আওয়ামীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ

ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ মহিলা

আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ কৃষক লীগ,

তাঁতী লীগ বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও

বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ

অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও

নিবন্ধ প্রকাশ করে।

গোপালগঞ্জ জেলা ও উপজেলা হাসপাতাল গুলিতে রোগীদের

উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অন্যান্য কর্মসূচির

মধ্যে ছিল আলোচনা সভা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা,

সঙ্গীতানুষ্ঠান প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451