মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় শিল্প কারখানার অগ্নিকান্ড ও নিরাপত্তা বিষয়ক শ্রমিকদের সচেতনতায়- একর্ড!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ , ঢাকা ঃ

ঢাকার সাভারের আশুলিয়াসহ বিভিন্ন শিল্প কারখানার অগ্নিকান্ড বিষয়ক শ্রমিকদের

নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার জন্য ট্রেনিং করাচ্ছেন,স্টিকটিং বাংলাদেশ একর্ড

ফাউন্ডেশন।

সুত্রে জানা গেছে, একর্ডে’র নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অভিযোগ প্রক্রিয়া এবং

অনিরাপদ কাজ প্রত্যাখ্যান করার অধিকার, এই অধিকারগুলোর কর্মপদ্ধতি সম্বন্ধে মূল

ধারণা দেয়ার জন্য কিছু বিবরণ দেয়া হয়েছে এই নির্দেশিকাটিতে। আপনাদের

অধিকার অথবা কিভাবে সেই অধিকারের প্রয়োগ হবে তার বিস্তারিত এ সংক্রান্ত আরও

তথ্যের জন্য অনুগ্রহ করে বলা হয়েছে যে একর্ড অফিসে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে একর্ড এর মৌসুমী নামের এক কর্মকর্তার সঙ্গে সাংবাদিক পরিচয়ে

জানতে চাইলে তিনি তথ্য দিতে বিভিন্ন কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, কোনো

কারখানার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই কারখানার নাম বলুন?। অনেকেই বলছেন,

এরকম অনেক সংস্থা ও সংগঠন রয়েছে, তারা উস্কানিমূলক ভাবে শ্রমিকদের বিভিন্ন

দাবি আদায়ের কথা বলে ট্রেনিং করায় এবং বেতন বৃদ্ধির নামে সমাবেশ, মিছিল করায়।

এমনকি আন্দোলনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিয়ে থাকে তারা। বিভিন্ন স্থানে

অফিস নিয়ে শ্রমিকদের সাথে বিভিন্ন শিল্প কারখানার মালিকদের হয়রানিমূলক ভাবে

কাজের সমস্যা সৃষ্টি করে।

উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করলে শিল্প কারখানার

মালিক ও শ্রমিকদের মধ্যে যেন কেউ উস্কানি না দিতে পারে সেজন্য আইনগত ব্যবস্থা

নেয়া জরুরী বলে মনে করছেন সচেতন মহল। আর যারা শ্রমিকদের কাজে বিল দিতে

তালবাহানা করছে এবং বিভিন্নভাবে নির্যাতন করছে শ্রমিকদেরকে, তাদের বিরুদ্ধে

আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তাগণ জানান। আসাদ নামের একজন

শ্রমিক বলেন, কিছু শ্রমিক নিয়ে সে একটি পোশাক কারখানায় কাজ করেন কিন্তু

ঠিকমত বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকান বিল দিতে পারছেন না। এ বিষয়ে

পুলিশকে জানানো হলে অভিযোগ দিতে বলেন, আশুলিয়া থানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451